চুনারুঘাটে ট্রাক্টরের ধাক্কায় এক নারী নিহত, ট্রাক্টর আটক

নুর উদ্দিন সুমন নুর উদ্দিন সুমন

হবিগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০ 598 views
শেয়ার করুন
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ট্রাক্টরের ধাক্কায় মিনারা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
 
রবিবার দুপুরে উপজেলা গোগাউড়া সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনারা একই উপজেলার ঘরগাও গ্রামের মৃত শানু মিয়ার স্ত্রী।
 
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মিনারা তার মেয়ে নাজমীন আক্তারকে নিয়ে টমটম যোগে চুনারুঘাট যাচ্ছিলেন। গোগাউড়া সাইনবোর্ড সামনে পৌঁছিলে পিছন থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টর টমটমকে ধাক্কা দিলে টমটম থেকে ছিটকে পড়ে ঘটনার স্থলেই মিনারা মারা যান। এ সময় স্থানীয়রা তার মেয়ে নাজমীনকে করে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীর কবির ও এএসআই আওলাদ হোসেন ঘটনার স্থল থেকে লাশ ও ট্রাক্টরসহ তিনটি গাড়ি উদ্ধার করেন।
 
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক ট্রাক্টর আটক করা হয়েছে এবং লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।